এবারের আইপিএল শেষে বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়বেন কোহলি

ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর ফ্র্যাঞ্চাইজি দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বও ছাড়তে যাচ্ছেন বিরাট কোহলি।
ছবি: সংগৃহীত

ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর ফ্র্যাঞ্চাইজি দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বও ছাড়তে যাচ্ছেন বিরাট কোহলি। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসর শেষে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি।

রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে বেঙ্গালুরু। সেখানে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন সময়ের অন্যতম সেরা তারকা কোহলি।

নেতৃত্ব ছাড়ার ঘোষণায় ডানহাতি ব্যাটসম্যান কোহলি জানিয়েছেন, 'আরসিবির (বেঙ্গালুরু) অধিনায়ক হিসেবে এটাই হবে আমার শেষ আইপিএল। আমি আমার শেষ আইপিএল ম্যাচ খেলা পর্যন্ত আরসিবির খেলোয়াড়ই থাকব। আমি আরসিবি সমর্থকদের ধন্যবাদ জানাই আমার উপর বিশ্বাস রাখার জন্য এবং আমাকে সমর্থন করার জন্য।'

বেঙ্গালুরুর অধিনায়কত্ব করার সুখকর অভিজ্ঞতাও তুলে ধরেছেন তিনি, 'আরসিবি (বেঙ্গালুরু) স্কোয়াডের একগুচ্ছ প্রতিভাবান খেলোয়াড়দের অধিনায়কত্ব করার এই যাত্রাটা খুবই দুর্দান্ত ও অনুপ্রেরণামূলক। এই সুযোগে আমি আরসিবি ম্যানেজমেন্ট, কোচ, সাপোর্ট স্টাফ, খেলোয়াড় এবং পুরো আরসিবি পরিবারকে ধন্যবাদ জানাতে চাই, যারা বছরের পর বছর ধরে এই ফ্র্যাঞ্চাইজির উন্নয়নে ভূমিকা রেখেছে।'

এই ফ্র্যাঞ্চাইজি ছাড়া আইপিএলে অন্য কোনো দলে না খেলার কথাও জোর দিয়ে বলেছেন কোহলি, 'এটি কোনো সহজ সিদ্ধান্ত ছিল না কিন্তু খুব ভালোভাবে চিন্তা করে এবং এই চমৎকার ফ্র্যাঞ্চাইজির সর্বোত্তম স্বার্থেই নিয়েছি। আরসিবি পরিবারের অবস্থান আমার হৃদয়ের কাছাকাছি এবং আমরা শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি আগেও অনেকবার উল্লেখ করেছি, ক্রিকেট খেলা থেকে অবসর নেওয়া পর্যন্ত আমি কেবল আরসিবির হয়েই খেলব।'

খেলোয়াড় কিংবা অধিনায়ক কোনোভাবেই বেঙ্গালুরুর হয়ে আইপিএলের শিরোপা জেতার স্বাদ এখনও নেওয়া হয়নি কোহলির। ২০১৬ সালের আসরে তার নেতৃত্ব দলটি অবশ্য ফাইনালে উঠেছিল। কিন্তু রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের।

Comments

The Daily Star  | English
Default loans

High bad loans a 'big threat' to financial sector: BB

The central bank said in quarterly review on money and exchange rate

2h ago