উপস্থাপকের সঙ্গে ঝগড়া, লাইভ অনুষ্ঠান ছাড়লেন শোয়েব

'গেম অন হ্যায়' নামক লাইভ অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন নোমান নিয়াজ। তার সঙ্গে বাকবিতণ্ডার পর অনুষ্ঠান ছেড়ে যান শোয়েব।
Shoaib Akhtar

উপস্থাপকের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল পিটিভি স্পোর্টসের একটি লাইভ টক শো ছাড়লেন শোয়েব আখতার। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আগের দিন মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জয়ের পর আয়োজিত অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব ছাড়াও উপস্থিত ছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস, সাবেক ইংলিশ ব্যাটসম্যান ডেভিড গাওয়ার, সাবেক পাকিস্তানি পেসার আকিব জাভেদ ও সাবেক পাকিস্তানি অধিনায়ক রশিদ লতিফের মতো তারকারা। 'গেম অন হ্যায়' নামক লাইভ টক শোর উপস্থাপক ছিলেন নোমান নিয়াজ। তার সঙ্গে বাকবিতণ্ডার জেরে অনুষ্ঠান ছেড়ে যান শোয়েব।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ৫ উইকেটের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন পেসার হারিস রউফ। ২২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের আগের ম্যাচে সেরা হয়েছিলেন আরেক পেসার শাহিন শাহ আফ্রিদি। টক শোতে এই দুজনের উন্নতির পেছনে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের অবদানের কথা জোর গলায় বলেন শোয়েব। তবে উপস্থাপক নিয়াজ তাকে থামিয়ে দিয়ে জানান, আফ্রিদির উঠে আসা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মাধ্যমে। এতে কিছুটা বিরক্ত হয়ে যান শোয়েব।

কথা চালাচালির এক পর্যায়ে ঘটে অদ্ভুত এক ব্যাপার। শোয়েবের সঙ্গে একমত না হওয়া নিয়াজ তাকে অনুষ্ঠান ছেড়ে যেতে বলেন, 'আপনি কিছুটা অভদ্রের মতো আচরণ করছেন এবং না চাইলেও আমি বলছি, আপনি যদি অতি চালাক হয়ে থাকেন, তাহলে আপনি বেরিয়ে যেতে পারেন। আমি লাইভেই এটা বলছি।'

তৎক্ষণাৎ বিজ্ঞাপন বিরতিতে চলে যান নিয়াজ। ফেরার পর অনুষ্ঠানের পরিস্থিতি হয়ে পড়ে গুমোট। শোয়েব তাতে স্বস্তি বোধ করছিলেন না। তিনি নিয়াজকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেন। কিন্তু সেটা ঘটেনি। এরপর বাকি অতিথিদের কাছে ক্ষমা চেয়ে অনুষ্ঠান ত্যাগ করেন শোয়েব, 'আমি পিটিভির এই অনুষ্ঠান ছাড়ছি। জাতীয় টেলিভিশনে আমার সঙ্গে যেভাবে আচরণ করা হলো, তারপর এখানে আমার বসে থাকা উচিত নয়।'

পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করে নিয়াজ তাকে অপমান করেছেন বলে উল্লেখ করেছেন শোয়েব। আত্মপক্ষ সমর্থন করে তিনি বলেছেন, 'এটা খুবই বাজে একটা ঘটনা। খুবই দুঃখজনক। এটা কোনোভাবেই ঘটা কাম্য ছিল না।'

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

6h ago