ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে মিলস

চেনা তারকাদের পাশাপাশি চমক হিসেবে দলে অন্তর্ভুক্ত হয়েছেন পেসার টাইমাল মিলস।
ছবি: বিসিসিআই

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। চেনা তারকাদের পাশাপাশি চমক হিসেবে দলে অন্তর্ভুক্ত হয়েছেন পেসার টাইমাল মিলস।

বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে ১৫ সদস্যের প্রাথমিক দল দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। থ্রি লায়ন্সদের নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক ওয়েন মরগ্যান।

২০১৬ সালে আন্তর্জাতিক অভিষেকের পর এখন পর্যন্ত মোট পাঁচটি টি-টোয়েন্টি খেলেছেন মিলস। টি-টোয়েন্টিতে তিনি শেষবার মাঠে নেমেছিলেন ২০১৮ সালের মে মাসে, আইসিসি বিশ্ব একাদশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর ইংল্যান্ডের জার্সিতে তার সবশেষ ম্যাচটি ছিল আরও আগে। ২০১৭ সালের শুরুর দিকে ভারত সফর করেছিলেন তিনি। তবে সম্প্রতি ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্ট আসর ও দ্য হান্ড্রেডে নজর কাড়ায় তাকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইংলিশ কোচ ক্রিস সিলভারউড।

ইংল্যান্ড দলে মিলসের পাশাপাশি বিশেষজ্ঞ পেসার হিসেবে আছেন মার্ক উড ও ডেভিড উইলি। পেস অলরাউন্ডার রয়েছেন তিনজন- ক্রিস জর্ডান, স্যাম কারান ও ক্রিস ওকস।

ছয় পেসারের সঙ্গে স্কোয়াডে তিনজন স্পিনার রেখেছে ইংল্যান্ড। লেগ স্পিনার আদিল রশিদকে সঙ্গ দেবেন স্পিন অলরাউন্ডার মঈন আলী ও লিয়াম লিভিংস্টোন।

অধিনায়ক মরগ্যান ছাড়াও জনি বেয়ারস্টো, জস বাটলার, জেসন রয়, ডাভিড মালান ও স্যাম বিলিংস থাকায় ইংলিশদের ব্যাটিং লাইনআপ যেকোনো প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পারে। ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য সরে দাঁড়ানোয় অনুমিতভাবেই স্কোয়াডে নেই তারকা অলরাউন্ডার বেন স্টোকস। ইংল্যান্ডের টি-টোয়েন্টি পরিকল্পনার অংশ না হওয়ায় রাখা হয়নি টেস্ট অধিনায়ক জো রুটকেও।

সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ডে এক নম্বর গ্রুপে খেলবে ইংল্যান্ড। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে গ্রুপে যুক্ত হবে আরও দুটি দল।

১৫ সদস্যের ইংল্যান্ড  দল:

ওয়েন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডাভিড মালান, টাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।

রিজার্ভ:

টম কারান, লিয়াম ডসন ও জেমস ভিন্স।

Comments

The Daily Star  | English
du admission test result

Results of DU admission tests of all units published

There was a pass rate of 8.89 percent in A unit [Science] , 10.07 percent in B unit, 13.3 percent in C unit (Business), and 11.75 percent in Cha Unit (Fine Arts)

1h ago