আফগানিস্তানের বিপক্ষে টেস্টের রণকৌশল চূড়ান্ত | The Daily Star Bangla
০৫:২৭ অপরাহ্ন, আগস্ট ২৪, ২০১৯ / সর্বশেষ সংশোধিত: ০৭:৩২ অপরাহ্ন, আগস্ট ২৪, ২০১৯

আফগানিস্তানের বিপক্ষে টেস্টের রণকৌশল চূড়ান্ত

ক্রীড়া প্রতিবেদক

যুক্তরাষ্ট্র থেকে ছুটি কাটিয়ে আগের রাতেই দেশে ফেরেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। সকালেই চলে আসেন মাঠে। খানিকক্ষণ ব্যাটিং অনুশীলন করার ফাঁকে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো আর পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টের সঙ্গে সারেন আলাপ পরিচয়। তাদের নিয়েই প্রধান কিউরেটরের সঙ্গেও চলে তার কথাবার্তা। পরে নির্বাচক ও প্রধান কোচসহ ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খানের সঙ্গে বসেন লম্বা সভায়। ছবিগুলোই ইঙ্গিত দেয় আফগানিস্তানের বিপক্ষে টেস্টেরই পরিকল্পনায় ব্যস্ত অধিনায়ক। পরে আকরামই পরিষ্কার করেন তা।  

আগামী ৫ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ।  এরপর ১৩ সেপ্টেম্বর থেকে জিম্বাবুয়ে আর আফগানিস্তানকে নিয়ে ঢাকায় শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। দুই সিরিজ নিয়েই আলোচনা করেছে বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট। তবে যেহেতু আগে টেস্ট, মূল আলাপ ছিল তা নিয়েই। 

রশিদ খান, জহির খান, মোহাম্মদ নবীর মতো বৈচিত্র্যপূর্ণ স্পিন আক্রমণ আছে আফগানদের। জানা গেছে, এদের বিপক্ষে একদম টার্নিং উইকেটে খেলতে চাইছে না বাংলাদেশ। ব্যাটিং শক্তিতে আফগানদের চেয়ে এগিয়ে থাকায় ঘরের মাঠের সুবিধা সেভাবেই নিতে প্রস্তুত হচ্ছে টিম ম্যানেজমেন্ট।  আকরাম খান ঈঙ্গিত দিলেন ঘাসের উইকেটেই হতে পারে টেস্ট, 'দেশের মাটিতে যখন খেলা, তখন আমরা তো অবশ্যই চাইব সুবিধা কাজে লাগাতে।... ট্রু উইকেটে খেলার পরিকল্পনা আছে আমাদের। উইকেটে যেন ঘাস থাকে, পেসাররা যেন একটু সুবিধা পায়, তেমন উইকেটে আমরা খেলতে চাই।'

ম্যানেজমেন্টের ভাবনায় আছে স্কোয়াড নির্বাচনও। এমনিতে টেস্ট স্কোয়াড নিয়ে খুব বেশি চমকের কিছু নেই। বড় কোন অদল বদলের সম্ভাবনাও নেই। কাকে দিয়ে বিশ্রামে থাকা তামিম ইকবালের অভাব পূরণ করা হবে ওটাই আছে মূল ভাবনায়। ওপেনিংয়ে একটা জায়গায় সাদমান ইসলামকে নিয়ে কোন প্রশ্ন নেই। কিন্তু তার সঙ্গী কে হবেন তা নিয়ে আছে দ্বিধাদ্বন্দ্ব। বিবেচনায় আছে চারটি নাম। টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাসকে নিচে খেলালে এক জায়গা নিয়ে লড়াই আসলে তিনজনের। টেস্টে ওপেনিংয়ে খাপ খাওয়াতে না পারা সৌম্য সরকারের সঙ্গে স্কোয়াডে জায়গা পাওয়ার দৌড়ে আছেন অভিজ্ঞ জহুরুল ইসলাম অমি ও তরুণ সাইফ হাসান।

ভারত সফরে বিসিবি একাদশের হয়ে রান পেয়েছেন গত ঢাকা প্রিমিয়ার লিগে ধারাবাহিক রান করা জহুরুল। আবার প্রিমিয়ার লিগ থেকেই দুরন্ত ফর্মে থাকা সাইফ এইচপি দলের হয়ে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষেও ধরে রেখেছেন ছন্দ। তিনিই নিজের দাবিটাও করেছেন জোরালো। তবে সাইফ নাকি জহুরুল। নির্বাচকদের সঙ্গে বসে তা ঠিক করবেন অধিনায়ক নিজে। দায়িত্ব নেওয়ার পর প্রথম সিরিজ হওয়ায় কোচ ডমিঙ্গো আপাতত থাকছেন পর্যবেক্ষকের ভূমিকায়।

আফগানিস্তানকে কীভাবে হারাতে প্রস্তুত ভেতরের আলাপ খোলাসা করতে না চাইলেও আকরাম জানালেন সামনের সিরিজের পরিকল্পনাই ঠিক করতে বসেছিলেন তারা,  ‘প্রথমত আমাদের ম্যানেজমেন্টে কিছুটা বদল এসেছে। তাই আজ নির্বাচক, নতুন কোচ, অধিনায়ক বসেছিলাম। যেহেতু আমাদের সিরিজ হচ্ছে পরের মাসের শুরুতেই সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। কীভাবে দলের শক্তি থাকবে, কীভাবে খেলব সব কিছু নিয়ে আলাপ হয়েছে। আমরা মূলত আমাদের পরিকল্পনা নিয়েই আলাপ করেছি।’

Stay updated on the go with The Daily Star Android & iOS News App. Click here to download it for your device.

Grameenphone and Robi:
Type START <space> BR and send SMS it to 2222

Banglalink:
Type START <space> BR and send SMS it to 2225

পাঠকের মন্তব্য

Top