ইউক্রেনের জন্য লড়বেন ক্লিৎসকো ভাইয়েরা

ভিতালি ক্লিৎসকো এবং ভ্লাদিমির ক্লিৎসকো। সর্বকালের সেরা হেভিওয়েট বক্সারদের দুইজন এ দুই ভাই। মাঝে গন্তব্যটা বদলে গেলেও আবার নামছেন লড়াইয়ে। তবে বক্সিংয়ে নয়, এবার মাতৃভূমি ইউক্রেনের জন্য রাশিয়ার বিপক্ষে লড়বেন সাবেক এ দুই বক্সার।

ভিতালি ক্লিৎসকো এবং ভ্লাদিমির ক্লিৎসকো। সর্বকালের সেরা হেভিওয়েট বক্সারদের দুইজন এ দুই ভাই। মাঝে গন্তব্যটা বদলে গেলেও আবার নামছেন লড়াইয়ে। তবে বক্সিংয়ে নয়, এবার মাতৃভূমি ইউক্রেনের জন্য রাশিয়ার বিপক্ষে লড়বেন সাবেক এ দুই বক্সার।

সোভিয়েত ইউনিয়নে জন্ম এ দুই ভাইয়ের। তবে সোভিয়েত ইউনিয়নের পতনের পর তাদের আবাস হয় ইউক্রেনে। পেশাদার বক্সিং ছাড়ার পর ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র নির্বাচিত হন ভিতালি। এখনও বহাল আছেন সে পদে। তাই দেশের প্রতি বাড়তি দায়িত্ব রয়েছে তার।

বৃহস্পতিবার ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযান শুরু করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরমধ্যেই নিহত হয়েছে কয়েকশো মানুষ। তাই বাধ্য হয়ে এবার অস্ত্র হাতে তুলে নিতে হচ্ছে এ দুই ভাইকে। সামাজিকমাধ্যম টুইটারে ভিতালি বলেছেন, 'আমার কাছে আর কোনও উপায় নেই। আমাকে যুদ্ধ করতেই হবে।'

কিয়েভের সাধারণ মানুষও লড়াই করার জন্য প্রস্তুত বলে জানান ভিতালি, 'আমি ইউক্রেনকে বিশ্বাস করি, আমি দেশের উপর বিশ্বাস করি, আমি দেশের মানুষের উপর বিশ্বাস করি। ইউক্রেনের মানুষ শক্তিশালী। সেটাই প্রমাণিত হবে। সার্বভৌমত্ব ও শান্তির জন্য জনগণ আকুল।'

'ইউক্রেনের মানুষ গণতন্ত্র বেছে নিয়েছিল। তারা যুদ্ধ চায়নি। কিন্তু, গণতন্ত্র একটি ভঙ্গুর শাসন। গণতন্ত্র নিজেকে রক্ষা করতে পারে না, এর জন্য প্রয়োজন নাগরিকদের ইচ্ছা, সবার অঙ্গীকার। মূলত, গণতন্ত্রবাদীদের ছাড়া গণতন্ত্র নেই।' - যোগ করেন ভিতালি।

ওয়ার্ল্ড হেভিওয়েট বক্সিং এর টাইটেল ৪০ বার জিতেছেন ক্লিৎসকো ভাইয়েরা। এরমধ্যে ভিতালি একাই জিতেছেন ২৭ বার। ২০০৪ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত টাইটেল ধরে রেখেছিলেন ভিতালি।

একই সঙ্গে দাবাও খুব ভালবাসেন এই দুই ভাই। খেলেছেন আন্তর্জাতিক পর্যায়েও। তৎকালীন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ভ্লাদিমির ক্রামনিককে একবার হারিয়েও দিয়েছেন ভিতালি। গায়ের জোর এবং মাথা দুইটাই খাটিয়ে খেলতে পারেন তিনি। ১৬ বছরের ক্যারিয়ারের মাত্র দুইবার হার মানা ভিতালি এবার কি জয় দিয়ে ফিরতে পারবেন?

Comments

The Daily Star  | English

Submarine cable breakdown disrupts Bangladesh internet

It will take at least 2 to 3 days to resume the connection

32m ago