অলিম্পিকে বাংলাদেশের কে কোন ইভেন্টে খেলবেন

অবশেষে আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হয়েছে টোকিও অলিম্পিকের। দর্শকশূন্য মাঠে জাপানের সম্রাট নারুহিতো পর্দা উন্মোচন করেন 'গ্রেটেস্ট শো অন আর্থে'র। যদিও সফট বল মাঠের লড়াই শুরু হয়ে গেছে দুই দিন আগেই। চলুন বিশ্বের সবচেয়ে বড় এ আসরে বাংলাদেশ থেকে কে কোন ইভেন্টে অংশ নিচ্ছেন তা জেনে নেওয়া যাক-

অবশেষে আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হয়েছে টোকিও অলিম্পিকের। দর্শকশূন্য মাঠে জাপানের সম্রাট নারুহিতো পর্দা উন্মোচন করেন 'গ্রেটেস্ট শো অন আর্থে'র। যদিও সফট বল মাঠের লড়াই শুরু হয়ে গেছে দুই দিন আগেই। চলুন বিশ্বের সবচেয়ে বড় এ আসরে বাংলাদেশ থেকে কে কোন ইভেন্টে অংশ নিচ্ছেন তা জেনে নেওয়া যাক-

বাংলাদেশ থেকে এবার বিভিন্ন ইভেন্টের বিভিন্ন ডিসিপ্লিনে মোট ৬ জন প্রতিযোগী অংশ নিতে যাচ্ছেন। দিয়া সিদ্দিকী, রোমান সানা, আব্দুল্লাহ হেল বাকি, জুনায়না আহমেদ, আরিফুল ইসলাম এবং জহির রায়হান লড়বেন বিভিন্ন ডিসিপ্লিনে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করেন সাঁতারু আরিফুল ইসলাম।

বাংলাদেশের সব আশা আর্চারিতে। এ ইভেন্টে অংশ নিচ্ছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এ জুটি রিকার্ভ মিশ্র ইভেন্টেও অংশ নিচ্ছে। ইতোমধ্যেই শেষ ষোলো নিশ্চিত করেছেন তারা। ছয়টি বিশ্বকাপে খেলা রোমান সানা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে আছেন ২৫তম অবস্থানে। রিকার্ভ ইভেন্টে র‍্যাঙ্কিংয়ের আছেন দশম স্থানে। ২০১৯ সালে নেদারল্যান্ডসে বিশ্ব আর্চারির রিকার্ভ ইভেন্টে জিতেছেন ব্রোঞ্জ। আর চলতি বছরের মে মাসে সুইজারল্যান্ডে দিয়া সিদ্দিকীর সঙ্গে ওয়ার্ল্ড স্টেজ-২'য়ে রুপা জেতেন রোমান।

পুরুষ বিভাগে ১০মিটার এয়ার রাইফেলে রিও অলিম্পিকে ২৫তম হওয়া আব্দুল্লাহ হেল বাকি এবারও এ ইভেন্টে অংশ নিবেন। এর আগে ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমস এবং ২০১৮ সালে গোল্ডকোস্টে কমনওয়েলথ গেমসে রৌপ্য জিতেছিলেন বাকি।

নারী ও পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে অংশ নেবেন যথাক্রমে জুনায়না আহমেদ এবং আরিফুল ইসলাম। প্রায় দুই বছর ফ্রান্সে প্রস্তুতি নিয়েছেন এ দুই সাঁতারু।

অ্যাথলেটিক্সের পুরুষ বিভাগের ৪০০ মিটার দৌড়ে অংশ নেবেন মোহাম্মদ জহির রায়হান। সাম্প্রতিক সময়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দারুণ করছেন এ দৌড়বিদ। ৩৩ বছর পুরনো রেকর্ড ভেঙেছেন জাতীয় অ্যাথলেটিক্সে। ২০১৯ সালে ৪৬.৮৬ সেকেন্ড সময় নিয়ে ৪০০ মিটার পার করেন জহির।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

2h ago