ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কয়েক শতাধিক। তাদের বেশিরভাগই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছিলেন।
রয়টার্স জানায়, গত শুক্রবার ভূমিকম্পের পর বেশ কয়েকবার আফটার শক অনুভূত হয়েছে। এতে সুনামি দেখা দিতে পারে বলে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ।
ভূমিকম্পে তিনশ’র বেশি বাড়ি, দুটি হোটেল, একটি হাসপাতাল, স্থানীয় গভর্নরের কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দা সুকরি ইফেন্দি (২৬) বলেন, ‘পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে এলেও আমরা এখনও কম্পন অনুভব করছি।’
দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা শুক্রবার সন্ধ্যায় এক প্রতিবেদনে জানিয়েছে, ৪২ জনের মধ্যে বেশিরভাগের মৃত্যু হয়েছে মামুজু জেলায়। বাকী মৃত্যুর খবর পাওয়া গেছে পার্শ্ববর্তী মাজেনে জেলা থেকে। এ ঘটনায় ৮২০ জনেরও বেশি লোক আহত হয়েছেন।
এখন পর্যন্ত সুনামির কোনো সতর্কতা জারি না করা হলেও, ইন্দোনেশিয়ার আবহাওয়া ও জিওফিজিক্স এজেন্সির (বিএমকেজি) প্রধান দিকোরিতা কর্ণাবতী এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আফটার শক পরবর্তী আরও একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে সুনামি হতে পারে।’
আরও পড়ুন:
ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প, ৭ জনের মৃত্যু