পুঁজিবাজারে বুঝে-শুনে বিনিয়োগের পরামর্শ অর্থমন্ত্রীর

পুঁজিবাজারে বুঝে-শুনে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামাল। ছবি: রেজাউল করিম বায়রন/স্টার

পুঁজিবাজারে বুঝে-শুনে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামাল।

আজ বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এখানে লাভের জন্য যখন আসবেন তখন রিস্ক ফ্যাক্টরটাও মাথায় রাখতে হবে।'

তিনি আরও বলেন, 'আমরা সরকার থেকে নীতিগত সাপোর্ট সবসময় দিয়ে যাব, কিন্তু কেউ যদি (এখানে বিনিয়োগ করে) অনেক লাভের চিন্তা করেন সেটা তো হবে না।'

মন্ত্রী বলেন, 'বাজারের একটা ভিত্তি আছে। সেটা হল অর্থনীতি যতো শক্তিশালী হবে ততই পুঁজিবাজার শক্তিশালী হবে। এখানে অন্য কোনো ফ্যাক্টর দিয়ে বাজার ইনফ্লেট করার ব্যবস্থা আছে কি না জানি না।'

শেয়ারবাজারে দৈনিক লেনদেন উঠানামাও করছে জানিয়ে তিনি বলেন, 'এই বাজারটি বেশ সেনসিটিভ—সেটাও মনে রাখতে হবে। যারা বাজারের সঙ্গে সম্পৃক্ত তারা তো বাজারটি সম্পর্কে জানেন, জেনে-শুনেই আসছেন।'

Comments

The Daily Star  | English

Govt primary schools asked to suspend daily assemblies

The government has directed to suspend daily assemblies at all its primary schools across the country until further notice

30m ago