রেমিট্যান্স বেশি এলে সিপিডির কেন আপত্তি: অর্থমন্ত্রী

বৈধপথে প্রবাসী আয় বেশি এলে তাতে সিপিডির আপত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রীর ফাইল ফটো

বৈধপথে প্রবাসী আয় বেশি এলে তাতে সিপিডির আপত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই কথা বলেন।

অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল পাঁচ হাজার ডলারের বেশি রেমিট্যান্স আসার ক্ষেত্রে সরকারের নজরদারি বাড়ানো প্রয়োজনের কথা বলেছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। অর্থমন্ত্রী বলেন, আমরা চাই বৈধ পথে রেমিট্যান্স আসুক। আগে বৈধ-অবৈধ দুই পথেই আসত। এখন বৈধ পথে রেমিট্যান্স বেড়েছে। তাদের (সিপিডি) কোথায় আপত্তি আমি জানি না। তারা কী চাইছে?

তিনি বলেন, যার কাছে টাকা আছে তিনি অর্থ পাঠাবেন তাতে সিপিডি বা অন্যদের কী? নিয়মনীতি মেনে কেউ অর্থ পাঠালে তো দেশের জন্য ভালো।

৫০০ ডলারের নিচে যারা রেমিট্যান্স পাঠায় তাদের প্রণোদনা ২ শতাংশের বেশি করার প্রস্তাব বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আপাতত বাড়ানোর কোন পরিকল্পনা সরকারের নেই।

জুলাই মাসে রপ্তানি কমেছে। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, লকডাউনের কারণে রপ্তানি কমেছে।

তবে পরিকল্পনা অনুযায়ী ভ্যাকসিন দিতে পারলে আগামীতে রপ্তানি বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

Comments

The Daily Star  | English

Netanyahu agrees to Gaza ceasefire talks

Israeli Prime Minister Benjamin Netanyahu has agreed to send delegations to Egypt and Qatar, where negotiators have been trying to secure the release of Israeli hostages as part of a possible Gaza ceasefire deal, his office said on Friday

16m ago