প্রণোদনার ঋণের অপব্যবহার হলে কঠোর ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক

সরকার ঘোষিত প্রণোদনার ঋণের অপব্যবহার হলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার রাতে কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানিয়েছেন।

সরকার ঘোষিত প্রণোদনার ঋণের অপব্যবহার হলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার রাতে কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, এ লক্ষে গতকাল সব ব্যাংককে চিঠি পাঠিয়ে পাঁচ কর্ম দিবসের মধ্যে প্রণোদনার ঋণের গ্রাহকভিত্তিক বিস্তারিত তথ্য পাঠাতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

একইসঙ্গে সুদ ভর্তুকির তথ্যও জানাতে বলা হয়েছে ওই চিঠিতে।

এর আগে, গত ২৯ জুলাই মুদ্রানীতি ঘোষণার সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির লিখিত বক্তব্যে বলেছিলেন, প্রণোদনার ঋণের কোনো অপব্যবহার হয়েছে কিনা তা বিশেষ তদন্ত হবে।

তার দু'দিন পর কেন্দ্রীয় ব্যাংক এই চিঠি পাঠাল।

কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা বলেন, ব্যাংক থেকে তথ্য পাওয়ার পর কেস টু কেস মূল্যায়ন করে বিশেষ তদন্ত করা হবে।

তিনি বলেন, এসব ঋণে সরকার ৪ থেকে সাড়ে ৪ শতাংশ পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। সুতরাং যে উদ্দেশ্যে ঋণ দেওয়ার কথা তার বাইরে অন্য খাতে দেওয়া হলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এক্ষেত্রে অনিয়মের ধরন বিবেচনা করে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানান তিনি।

গভর্নর মুদ্রানীতি ঘোষণার সময় বলেছিলেন, মিডিয়াসহ বিভিন্ন মহল থেকে অভিযোগ তোলা হয়েছে প্রণোদনার ঋণ শেয়ারবাজারসহ নানাখাতে ব্যবহার হচ্ছে।

Comments

The Daily Star  | English

'Why haven't my parents come to see me?'

9-year-old keeps asking while being treated at burn institute

1h ago