দেশীয় ই-কমার্স উৎসব ‘১০-১০’ শুরু হচ্ছে কাল

দেশের ২০টি ই-কমার্স, লজিস্টিক ও পেমেন্ট প্রতিষ্ঠানের অংশগ্রহণে কাল রোববার থেকে শুরু হচ্ছে অনলাইন শপিং উৎসব ‘১০-১০’। উৎসব চলবে ২০ দিন ব্যাপী।

দেশের ২০টি ই-কমার্স, লজিস্টিক ও পেমেন্ট প্রতিষ্ঠানের অংশগ্রহণে কাল রোববার থেকে শুরু হচ্ছে অনলাইন শপিং উৎসব '১০-১০'। উৎসব চলবে ২০ দিন ব্যাপী।

আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ই-কমার্স নিয়ে সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে এই বছরের '১০-১০' আয়োজন গ্রাহক সচেতনতার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এবারের উৎসবের স্লোগান 'জেনে, শুনে, বুঝে- শপিং করুন অনলাইনে।'

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই উৎসবে সে সব ই-কমার্স প্রতিষ্ঠানকেই অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে যারা সুনামের সঙ্গে বেশ কয়েক বছর সার্ভিস দিয়ে যাচ্ছে এবং যাদের ব্যাপারে কোনো ধরনের বিতর্ক নেই। চালডাল, রকমারি, পাঠাও ফুডস, স্টারটেকসহ ২০টি ই-কমার্স সাইট ও লজিস্টিক কোম্পানি অংশ নিচ্ছে।

আয়োজনে প্রতিটি কোম্পানি নানা ধরনের গিফট, ডিসকাউন্ট, অফার ছাড়াও দিচ্ছে সারাদেশে ফ্রি ডেলিভারি।

এই আয়োজনের বিস্তারিত জানা যাবে www.TenTen.com.bd এই ওয়েবসাইটে।

Comments

The Daily Star  | English

Student politics, Buet and ‘Smart Bangladesh’

General students of Buet have been vehemently opposing the reintroduction of student politics on their campus, the reasons for which are powerful, painful, and obvious.

37m ago