ই-কমার্স খাতের জন্য নতুন কোনো আইন না-ও হতে পারে

ই-কমার্স খাতের জন্য নতুন কোনো আইন না-ও হতে পারে। গতকাল মঙ্গলবার এই খাতে চলমান জালিয়াতির ঘটনার আলোকে সরকার গঠিত একটা উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির বৈঠকে এমন আভাস পাওয়া গেছে।
ecommers_6oct21.jpg

ই-কমার্স খাতের জন্য নতুন কোনো আইন না-ও হতে পারে। গতকাল মঙ্গলবার এই খাতে চলমান জালিয়াতির ঘটনার আলোকে সরকার গঠিত একটা উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির বৈঠকে এমন আভাস পাওয়া গেছে।

সচিবালয়ে অনুষ্ঠিত ১৬ সদস্যের ওই কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জামান। তিনি জানান, সম্ভবত বিদ্যমান আইনগুলোকে সংশোধন করা হবে। যাতে ত্রুটিপূর্ণ এই খাতকে সুশৃঙ্খল অবস্থায় আনা যায়।

বৈঠক শেষে শফিকুজ্জামান সাংবাদিকদের বলেন, 'নতুন আইন প্রণয়নের বিষয়টি দীর্ঘ একটা প্রক্রিয়া। তাই কমিটির বেশির ভাগ সদস্য বিদ্যমান আইন সংশোধনের আহ্বান জানিয়েছেন।'

ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর ভোক্তা ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করার জন্য গত ২৭ সেপ্টেম্বর এই কমিটি গঠন করা হয়। গতকাল ছিল এই কমিটির প্রথম বৈঠক।

শফিকুজ্জামান জানান, ভোক্তা ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য নতুন কোনো আইনের দরকার আছে কি না, অথবা বিদ্যমান আইনের সংশোধন যথেষ্ট কি না, তা সুপারিশ করার জন্য ৯ সদস্যের একটা উপকমিটি গঠন করা হয়েছে।

উপকমিটিতে আছেন বাংলাদেশ ব্যাংক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইনি শাখা, সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রাম, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের প্রতিনিধিরা।

আগামী ১ মাসের মধ্যে এই উপকমিটি প্রতিবেদন জমা দেবে বলে জানান শফিকুজ্জামান।

ভোক্তারা যাতে সহজেই অভিযোগ জানিয়ে সমাধান পেতে পারেন সে জন্য সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স সেলের পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে শক্তিশালী করবে।

অবশ্য প্রতারক ই-কমার্স কোম্পানিগুলোর পাওনাদাররা কীভাবে তাদের পাওনা বুঝে পাবেন কিংবা আদৌ তারা পাওনা ফেরত পাবেন কি না, সে ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি শফিকুজ্জামান।

গত ৩০ জুন পেমেন্ট গেটওয়ে চালুর পর ই-কমার্স খাতে প্রতারণার ঘটনা নাটকীয়ভাবে কমে এসেছে। 'এর পরে প্রতারণার বড় কোনো ঘটনা ঘটেনি।'

শফিকুজ্জামান আরও বলেন, জুলাই মাসে সরকার একটা স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি প্রণয়ন করে। যা ই-কমার্স খাতের জন্য একটি নির্দেশিকা হিসেবে কাজ করছে।

অনুবাদ করেছেন মামুনুর রশীদ

Comments

The Daily Star  | English

Student politics, Buet and ‘Smart Bangladesh’

General students of Buet have been vehemently opposing the reintroduction of student politics on their campus, the reasons for which are powerful, painful, and obvious.

1h ago