ইভ্যালি অফিস ভবনের মালিককে তলব হাইকোর্টের

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির রাজধানীর ধানমন্ডির অফিস ভবনের মালিক শেখ সালাউদ্দিনকে তলব করেছেন হাইকোর্ট।

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির রাজধানীর ধানমন্ডির অফিস ভবনের মালিক শেখ সালাউদ্দিনকে তলব করেছেন হাইকোর্ট।

বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

আদেশে আগামী ২৪ ফেব্রুয়ারি সালাউদ্দিনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং হাজির না হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করবে বলে উল্লেখ করা হয়েছে।

ইভ্যালি পরিচালনায় এর সাবেক চেয়ারপারসন শামীমা নাসরিনের বাবা রফিকুল আলম তালুকদার, মা ফরিদা তালুকদার লিলি ও বোনের স্বামী মামুনুর রশীদের আগ্রহের কথা জানিয়ে আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

তাদের আইনজীবী শামীম আহমেদ মেহেদী দ্য ডেইলি স্টারকে এ কথা জানিয়েছেন।

তবে হাইকোর্ট কোন বিষয়ে শেখ সালাউদ্দিনকে তলব করেছে তা অবশ্য তিনি জানাতে পারেননি।

তিনি জানান, একই হাইকোর্ট বেঞ্চ গত ৭ ফেব্রুয়ারি একটি কারণ দর্শানোর নোটিশ জারি করে শেখ সালাউদ্দিনসহ ২০ জনের ব্যাংক অ্যাকাউন্ট কেন জব্দ করা হবে না, ২২ ফেব্রুয়ারির মধ্যে তার ব্যাখ্যা চেয়েছেন।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

5h ago