আরও ১০২ কোটি টাকার বিনিয়োগ পেল পেপারফ্লাই

লজিস্টিক-টেক কোম্পানি পেপারফ্লাই মঙ্গলবার শীর্ষস্থানীয় ভারতীয় প্রযুক্তিভিত্তিক ই-কমার্স লজিস্টিক সমাধান প্রদানকারী ইকম এক্সপ্রেস থেকে আরও ১০২ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে।

লজিস্টিক-টেক কোম্পানি পেপারফ্লাই মঙ্গলবার শীর্ষস্থানীয় ভারতীয় প্রযুক্তিভিত্তিক ই-কমার্স লজিস্টিক সমাধান প্রদানকারী ইকম এক্সপ্রেস থেকে আরও ১০২ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে।

মঙ্গলবার কোম্পানিটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ভারতীয় কোম্পানিটি গত বছর পেপারফ্লাইতে ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছিল। ফলে, এখন ইকম এক্সপ্রেসের মোট বিনিয়োগ স্থানীয় স্টার্ট-আপটিতে ২০২ কোটি টাকায় দাঁড়িয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পেপারফ্লাই হল বাংলাদেশে প্রথম দেশীয় প্রযুক্তি-ভিত্তিক লজিস্টিক কোম্পানি যা দেশব্যাপী সেবা প্রদান করে।

পেপারফ্লাইয়ের একজন কর্মকর্তার জানান, এই বিনিয়োগের অর্থ দিয়ে কোম্পানিটি বাংলাদেশের কুরিয়ার সেক্টরকে ডিজিটাল করতে চায়।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

57m ago