অফিস বন্ধ থাকলেও কার্যক্রম চলবে: আলেশা মার্টের চেয়ারম্যান

ই–কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট নিজেদের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। পর্যাপ্ত নিরাপত্তাজনিত কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। তবে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানিয়েছেন, অফিস বন্ধ থাকলেও তাদের কার্যক্রম চলবে।

ই–কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট নিজেদের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। পর্যাপ্ত নিরাপত্তাজনিত কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। তবে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানিয়েছেন, অফিস বন্ধ থাকলেও তাদের কার্যক্রম চলবে।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মঞ্জুর আলম শিকদার ফেসবুক লাইভে এসে বলেন, 'ষড়যন্ত্র চারিদিকে। আমরা একমাত্র ই-কমার্স যারা এখনো চেষ্টা করছি কম-বেশি মানুষের টাকা দেওয়ার জন্য। আমাদের উদ্দেশ্য সব সময় ভালো ছিল।'

'আমাদের অনেক ধরনের ব্যর্থতা আছে, ভুল ডিসিশন আছে। কিন্তু সেটা তো ওভারকাম করতে হবে। একটা ভুল করেছি, সেটা শুধরানোর চেষ্টা করছি। সেই শুধরানোর চেষ্টার কোনো সুযোগ কেন আমাকে দেওয়া হবে না।'

'যত রকম ষড়ষন্ত্র হোক আমাদের ফুল অপারেশন চলবে। যদি অফিস বন্ধ থাকে তবুও আমাদের কোনো কার্যক্রম আমরা বন্ধ করবো না।'

'আমাদের কোনো কার্যক্রম বন্ধ থাকবে না। আমাদের লোকজন আপনার বাসায় যাবে ফোন করে। আপনাদের এসএমএস দেবে এবং প্রতিনিয়ত আপনাদের সঙ্গে যোগযোগ থাকবে।'

তিনি আরও বলেন, 'আমাদের যত রকম ব্যাংক লগ আছে ৩০ জানুয়ারির মধ্যে ক্লিন করব।'

সামর্থ্য থাকার পরও টাকা পরিশোধের সুযোগ কেন দেওয়া হবে না প্রশ্ন রেখে তিনি বলেন, 'যখনই আমরা টাকা দিতে যাই, তখনই বাধা পাই।'

এর আগে আজ ভোররাত ১টার দিকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিষ্ঠানটি অফিস বন্ধ রাখার ঘোষণা দেয়।

ফেসবুক পোস্টে বলা হয়, অনাকাঙ্ক্ষিত ও নিরাপত্তাজনিত কারণবশত আলেশা মার্টের সমস্ত অফিশিয়াল কার্যক্রম আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। গতকাল আমাদের অফিসে কতিপয় লোক দ্বারা অফিস কর্মকর্তাদের গায়ে হাত তোলা এবং বলপ্রয়োগের চেষ্টার কারণে আমরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। উল্লেখ্য যে বলপ্রয়োগকারীরা আমাদের কাস্টমার নয়, তাদের পেমেন্ট শিডিউল ছিল না, এমনকি এসএমএস পায়নি। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা পাওয়ার পরই পুনরায় আমাদের কার্যক্রম শুরু হবে। এই পরিস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

Comments

The Daily Star  | English

The cost-of-living crisis prolongs for wage workers

The cost-of-living crisis in Bangladesh appears to have caused more trouble for daily workers as their wage growth has been lower than the inflation rate for more than two years.

32m ago