
বাংলাদেশ ব্যাংকের তদন্তে কোনো আর্থিক প্রতিষ্ঠানে কোনো গুরুতর অনিয়মের খোঁজ পাওয়া গেলে সেই প্রতিষ্ঠানকে ২ মাসের মধ্যে বিশেষ পর্ষদ সভা ডাকতে হবে। সেই সভায় কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি উপস্থিত থাকবেন।
সাম্প্রতিক সময়ে কিছু আর্থিক প্রতিষ্ঠানে গুরুতর অনিয়ম পাওয়ার পর আজ রোববার কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংক বলেছে, এই বিশেষ পর্ষদ সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন মহাব্যবস্থাপক বা উপমহাব্যবস্থাপক, কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাজার বিভাগের একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন।
এ ছাড়া, এই সভার কার্যবিবরণী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। পাশাপাশি, বাংলাদেশ ব্যাংকের তদন্তে পাওয়া অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান কী ব্যবস্থা নিচ্ছে, তা-ও জানাতে হবে।
Comments