12:45 PM , Dec 25, 2016
12:45 PM , Dec 25, 2016 / LAST MODIFIED: 12:45 PM , Dec 25, 2016

শুভ বড় দিন আজ

স্টার অনলাইন রিপোর্ট

শুভ বড় দিন আজ
ছবি: স্টার ফাইল ফটো

আজ ২৫ ডিসেম্বর, বড় দিন। খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আজ। মহিমান্বিত এই দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট বর্তমান ফিলিস্তিনের বেথলেহেম শহরের একটি আস্তাবলে জন্মগ্রহণ করেন। সারা পৃথিবীর কোটি কোটি খ্রিষ্টধর্মাবলম্বীদের কাছে দিনটি পবিত্র ও আনন্দের।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পালিত হচ্ছে। আজ সরকারি ছুটির দিন।

অন্যান্য বছরের মতো বড় দিন উপলক্ষে সকালে খ্রিষ্টধর্মাবলম্বীরা বিশেষ প্রার্থনায় যোগ দিতে গির্জায় সমবেত হয়েছেন। সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি, রয়েছে সান্তা ক্লজের উপহার ও বড় দিনের কেকের আয়োজন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে খ্রিষ্টধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আবদুল হামিদ বলেন, মানবজাতির মুক্তির লক্ষে এ পৃথিবীতে মহামতি যিশুখ্রিস্টের আবির্ভাব ছিল এক অবিস্মরণীয় ঘটনা। যিশুখ্রিস্ট পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান জানান।

যিশুখ্রিষ্টকে মুক্তির দূত, আলোর দিশারী হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, পৃথিবীকে শান্তির আবাসভূমিতে পরিণত করতে বহু ত্যাগ-তিতিক্ষা সহ্য করে যিশুখ্রিষ্ট সৃষ্টিকর্তার মহিমা প্রচারসহ খ্রিষ্টধর্মের সুমহান বাণী প্রচার করেন।

শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, শোষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রবর্তনের জন্য পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করাই ছিল যিশুখ্রিষ্টের অন্যতম ব্রত। বিপন্ন ও অনাহারক্লিষ্ট মানুষের জন্য মহামতি যিশু নিজেকে উৎসর্গ করেছিলেন। তাঁর জীবনাচরণ ও দৃঢ় চারিত্রিক গুণাবলির জন্য মানব ইতিহাসে তিনি অমর হয়ে আছেন।

প্রধানমন্ত্রী আনন্দময় ও উৎসবমুখর বড়দিনে খ্রিস্টান ধর্মাবলম্বী জনসাধারণের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

Click here to read the English version of this news

পাঠকের মন্তব্য

অন্যান্য সংবাদ