FR, AUG 12, 2016
05:53 PM, Aug 29, 2016 / LAST MODIFIED: 05:53 PM, Aug 29, 2016

সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে আছে: কেরি

রয়টার্স, ঢাকা

IS believed to be 'connected' to BD operatives: Kerry

- যুক্তরাষ্ট্রের গোয়েন্দা, আইন শৃঙ্খলা বিষয়ক সহযোগিতার প্রস্তাব

- বাংলাদেশ সরকার বলছে জঙ্গিরা 'স্বদেশে গড়ে ওঠা'

- গুলশান হামলায় ইসলামিক এস্টেটের দায় স্বীকার

- গণতন্ত্র, শ্রমিকের অধিকার তুলে ধরার জন্য বাংলাদেশের প্রতি কেরির জোরালো পরামর্শ

যুক্তরাষ্ট্রের সফররত পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে ইসলামিক স্টেটের জঙ্গিদের সাথে বাংলাদেশের জঙ্গিদের যোগসাজস আছে, বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গি হামলার পরে দেশটিকে গোয়েন্দা তথ্য এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি এই কথা বলেন |

জুলাই মাসে ঢাকার গুলশানের একটি রেস্তোরায় জঙ্গি হামলায় ২২ জন নিহত হবার ঘটনার প্রেক্ষিতে তিনি এই কথা বলেন |

তিনি বলেন বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র একসাথে সন্ত্রাসবাদ মোকাবেলা করবে, আমরা বাংলাদেশের গোয়েন্দাদের সাথে একত্রে কাজ করতে আগ্রহী |

কেরি জানান যুক্তরাষ্ট্রে অনেক গোয়েন্দারা আছেন যারা এই ধরণের সন্ত্রাসবাদের মোকাবেলায় সাহায্য করতে সক্ষম | তিনি বলেন 'আমরা বাংলাদেশকে সাহায্য করতে চাই' |

বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া ব্লগার হত্যা, সংখ্যালঘুদের উপরে নির্যাতন, এবং বিদেশী হত্যার মতো ঘটনার মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর ছিল গুলশান ক্যাফের জঙ্গি হামলা, যা এখন বাংলাদেশে একটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে |

বক্তব্য শেষ করার পরে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেরি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার খুব স্পষ্ট কথা হয়েছে |

তিনি বলেন ইসলামিক স্টেটের দক্ষিণ এশিয়া সহ সমগ্র পৃথিবী জুড়ে ব্যাপক বিস্তার আছে এবং বলেন "ইসলামিক স্টেটের জঙ্গিদের সাথে বাংলাদেশের জঙ্গিদের যোগসাজস আছে, এবং আমাদের আলাপে তাই বের হয়ে এসেছে" |

পাঠকের মন্তব্য