03:37 PM , Dec 14, 2016
03:37 PM , Dec 14, 2016 / LAST MODIFIED: 03:37 PM , Dec 14, 2016

বিজয় দিবস উপলক্ষে বেতারে আব্দুল জব্বারের গান

স্টার অনলাইন রিপোর্ট

বিজয় দিবস উপলক্ষে বেতারে আব্দুল জব্বারের গান
আব্দুল জব্বার ও উপস্থাপক লায়লা পারভীন কেয়া, ছবি: বাংলাদেশে বেতার

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ বেতারের গানের অনুষ্ঠান গানের ভুবন-এ ১৫ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ৮টা ৫মিনিটে প্রচার করা হবে আব্দুল জব্বারের গান।

লায়লা পারভীন কেয়ার উপস্থাপনায় অনুষ্ঠানটিতে গান ছাড়াও ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয়ে কথা বলবেন এই বরেণ্য শিল্পী।

কণ্ঠশিল্পী আব্দুল জব্বার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিজয়ের মাসটি আমার কাছে অনেক আনন্দের। পুরো মাসটি অনেক ভালোলাগা ছুঁয়ে থাকে আমার ভেতর। আর বেতার আমাকে প্রথম স্বীকৃতি দিয়েছে। বিজয়ের মাসে এখানে অনুষ্ঠান করতে পেরে ভালো লাগছে।’

সালাম সালাম হাজার সালাম, তারা ভরা রাতে, জয় বাংলা বাংলার জয়, তুমি কি দেখেছো কভু, ওরে নীল দরিয়া-সহ অনেক শ্রোতাপ্রিয় গান গেয়েছেন এই কণ্ঠযোদ্ধা।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল জব্বার জন্ম ১৯৩৮ সালে কুষ্টিয়া শহরে। তিনি ১৯৭৩ সালে বঙ্গবন্ধু স্বর্ণপদক, ১৯৮০ সালে একুশে পদক, ১৯৯৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার, সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসসহ অনেক পুরস্কার পেয়েছেন।

পাঠকের মন্তব্য

অন্যান্য সংবাদ