ভিডিও: আমির খানকে চীনারা যা উপহার দিলেন

আমির খান ফ্যান ক্লাব চায়না-র সদস্যরা “দঙ্গল”-এর “ঢাকাদ” গানের কোরিওগ্রাফি নিজেদের মতো করে এর ভিডিও ক্লিপ উপহার হিসেবে দিয়েছেন তাঁদের প্রিয় বলিউড তারকা ও “দঙ্গল” অভিনেতা আমির খানকে।

আমির খান ফ্যান ক্লাব চায়না-র সদস্যরা “দঙ্গল”-এর “ঢাকাদ” গানের কোরিওগ্রাফি নিজেদের মতো করে এর ভিডিও ক্লিপ উপহার হিসেবে দিয়েছেন তাঁদের প্রিয় বলিউড তারকা ও “দঙ্গল” অভিনেতা আমির খানকে।

এরপর থেকে ভিডিওটি দর্শক-নন্দিত হতে থাকে। গত ৫ জুলাই ইউটিউবে ভিডিওটি আপলোড হওয়ার হওয়ার পর এখন পর্যন্ত ভিউ হয়েছে আড়াই লাখের ওপরে। ভিডিওটিতে দেখা যায় মহাচীনে আমির খানের সুপারফ্যানদের “ঢাকাদ” গানের সুরে সুরে নাচতে। ভিডিওদৃশ্যগুলো ধারণ করা হয়েছে দেশটির বিভিন্ন লোকেশনে।

কিন্তু, আমিরের চীনা ভক্তরা কেন এমন ভিডিও করতে উৎসাহ পেলেন এ প্রশ্নের জবাবে ফ্যান ক্লাবের একজন উইনজিং ঝং আকা ভিকি হিন্দুস্তান টাইমসকে বলেন, “আমিরের ‘পিকে’ চীনে ১০০ কোটি রুপি ব্যবসা করার পর আমরা ভেবেছিলাম ‘দঙ্গল’ হয়তো এর দ্বিগুণ ব্যবসা করবে। কিন্তু, দেখুন ‘দঙ্গল’ চীনে ব্যবসা করেছে ১,৩০০ কোটি রুপির মতো। এটা সত্যিই বিস্ময়কর।”

“তাই আমিরের ভক্ত হিসেবে আমরা সিদ্ধান্ত নিলাম তাঁর জন্যে উপহার হিসেবে কিছু একটা করি। এরপরই, এই ভিডিওটি তৈরির ভাবনাটি আসে,” যোগ করেন ভিকি।

তাঁর মতে, “দঙ্গল”-এ নারীদের যে সামাজিক অবস্থান দেখানো হয়েছে এবং পারিবারিক বন্ধনকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা চীনের দর্শকদের সঙ্গে মিলে যায়। ভিকির ভাষায়, “ছবিটিতে পারিবারিক বন্ধনকে যেভাবে তুলে ধরা হয়েছে তা দেখে চীনারা মুগ্ধ।”

Comments

The Daily Star  | English

Secondary schools, colleges to open from Sunday amid heatwave

The government today decided to reopen secondary schools, colleges, madrasas, and technical education institutions and asked the authorities concerned to resume regular classes and activities in those institutes from Sunday amid the ongoing heatwave

2h ago