লাকী আকন্দের মৃত্যুতে মন্ত্রীসভায় শোক

দেশের সংগীতাঙ্গণে অনেক কালজয়ী গানের স্রষ্টা শিল্পী লাকী আকন্দের মৃত্যুতে মন্ত্রীসভায় আজ একটি শোক প্রস্তাব পাশ করা হয়।
Lucky Akhand
শিল্পী লাকী আকন্দ। ছবি: ফাইল ফটো

দেশের সংগীতাঙ্গণে অনেক কালজয়ী গানের স্রষ্টা শিল্পী লাকী আকন্দের মৃত্যুতে মন্ত্রীসভায় আজ একটি শোক প্রস্তাব পাশ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রীপরিষদের নিয়মিত বৈঠকে প্রস্তাবটি উত্থাপন করে মন্ত্রীপরিষদ বিভাগ।

বৈঠক পরবর্তী সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, বৈঠকে লাকী আকন্দের জীবন ও সংগীতাঙ্গণে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, সংগীত পরিচালক, গীতিকার এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শিল্পী লাকী আকন্দ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২১ এপ্রিল ইন্তেকাল করেন।

 

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

36m ago