রাজধানীর বনানী থেকে বিএমডব্লিউ এক্সফাইভ গাড়ি জব্দ

রাজধানীর বনানীতে এক ব্যবসায়ীর বাড়ি থেকে বিলাসবহুল বিএমডব্লিউ এক্স ফাইভ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। শুল্কসহ গাড়িটির বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা ১৭ জানুয়ারি এক অভিযানে রাজধানীর বনানীতে এক ব্যবসায়ীর বাড়ি থেকে বিলাসবহুল বিএমডব্লিউ এক্স ফাইভ জব্দ করে, ছবি: শুল্ক গোয়েন্দা বিভাগ

রাজধানীর বনানীতে এক ব্যবসায়ীর বাড়ি থেকে বিলাসবহুল বিএমডব্লিউ এক্স ফাইভ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। শুল্কসহ গাড়িটির বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার দল গতকাল রাতে বনানীর রোড ২৫এ, হাউস নম্বর ৪৬ এর ‘আকাশপ্রদীপ’ নামক বাড়ির বেসমেন্ট থেকে গাড়িটি জব্দ করে। গাড়িটি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিলো।

বুধবার সকালে শুল্ক গোয়েন্দা বিভাগের এক ফেসবুক পোস্টে বলা হয় গাড়িটিতে ‘অদ্ভুত নম্বর প্লেট’ ব্যবহার করে চলাচল করার অভিযোগ ছিলো। এই ‘অদ্ভুত নম্বর প্লেট’-এর সূত্রে নজরদারির পর এই অভিযান চালানো হয়।

পোস্টটিতে আরো বলা হয়, আটককালে কালো প্লেটে YF-05PVT লেখা ছিলো। জানা যায় এই নম্বরটি ব্রিটিশ এবং তা পরিবর্তন না করে ঢাকায় চলাচল করতো।

শুল্ক গোয়েন্দা বিভাগের পোস্টটিতে আরো বলা হয়, “গাড়িটি কারনেট সুবিধায় ২০১১ সালে এদেশে আনা হয়েছিল। কারনেটের মেয়াদ শেষ হলেও তিনি তা জমা দেননি। এ বিষয়ে একাধিক নোটিশ দেয়া হয়েছিলো। আমদানিকালে গাড়ি ব্যবহারকারী কভেন্ট্রি, ইউকেতে বসবাসকারী হিসেবে দেখিয়েছেন।”

ফ্রেইট ফরোয়ার্ডারসের ব্যবসায় যুক্ত গাড়ির মালিক মোহাম্মদ মুহসিন আলম নিজেই গাড়িটির বর্তমান ব্যবহারকারী।

এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পোস্টটিতে উল্লেখ করা হয়।

Comments

The Daily Star  | English
Bangladeshi ship hijacked by Somalian pirates

MV Abdullah: Pirates bring in food as stock starts to deplete

As food stock in the hijacked Bangladeshi ship MV Abdullah was depleting, pirates recently started bringing in food.

15h ago