শীর্ষ খবর

ব্রাহ্মণবাড়িয়ার মিরাসানী রেলস্টেশনে আগুন, নথি পুড়ে ছাই

ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মিরাসানী রেলস্টেশনের টিনশেড অফিসকক্ষে আগুন লাগায় সব নথিপত্র পুড়ে গেছে।
brahmanbaria map

ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মিরাসানী রেলস্টেশনের টিনশেড অফিসকক্ষে আগুন লাগায় সব নথিপত্র পুড়ে গেছে।

আজ ভোরে কোন দুর্বৃত্তচক্র স্টেশনে আগুন দিয়েছে বলে ধারণা করছেন রেল কর্তৃপক্ষ।

মিরাসানী রেলস্টেশন মাস্টার মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, গত ৩০ মার্চ সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা এলাকার ৫৬ নম্বর রেলসেতু দেবে গিয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। স্থানীয় একটি চক্র কর্তৃক অবৈধভাবে বালু তোলার ফলে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়।

বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগে প্রতিবেদন দেওয়ার দায়িত্ব পেয়ে তিনি প্রতিবেদন তৈরি করেছিলেন বলেও জানান।

তাঁর মতে, প্রতিবেদনে খোদ রেলওয়ের অনেকের নাম বেরিয়ে এসেছিল। এতে ধারণা করা হচ্ছে, এসব নথিপত্র নষ্ট করতেই অফিসকক্ষে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, “তালাবদ্ধ অবস্থায় টিনশেড ঘরটিতে আগুন দেখে বাজারের নৈশ প্রহরী স্থানীয়দের ডাকেন ও আখাউড়া ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।”

রহস্যজনক এ অগ্নিকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হবে বলেও জানান ওসি।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

6m ago