শীর্ষ খবর

দ্রুত সেরে উঠছেন সাকিব

পায়ের গোড়ালির চোট থেকে দ্রুত সেরে উঠছেন বাংলাদেশের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। গত শুক্রবার নিজের বাসায় চোট পেয়েছিলেন তিনি।
সাকিব আল হাসান, ফাইল ছবি

পায়ের গোড়ালির চোট থেকে দ্রুত সেরে উঠছেন বাংলাদেশের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। গত শুক্রবার নিজের বাসায় চোট পেয়েছিলেন তিনি।

ফিটনেস ক্যাম্পের শুরুতেই ধাক্কা হিসেবে এসেছে সাকিবের চোট। গত দুদিন অনুশীলনে অংশ নিতে পারেননি তিনি। তবে আশার কথা হল গতকাল সকালে সাকিব মিরপুরে জিম সেশনে অংশ নিতে পেরেছেন।

জানা গেছে, সাকিব তার বাসায় বাম পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছেন। তবে সুখবর হল তার পায়ের ফোলাটা অনেকটাই ভালো হয়ে গেছে। আগামী তিন চারদিনের মধ্যে সে দৌড়ানোর মত অবস্থায় চলে আসতে পারবে বলে জানা গেছে।

সাকিবের চোট নিয়ে বিসিবির চিকিৎসক মনিরুল হাসান বলেন, “সাকিবের গোড়ালি মচকে গেছে। এটা গ্রেড ওয়ান ইনজুরি। এটা জটিল কোন চোট নয়। এর জন্য প্রচলিত চিকিৎসাই দেওয়া হচ্ছে।”

“পায়ের ফোলা ভাবটা কমে দ্রুত সেরে উঠছেন সাকিব। আমরা আশা করছি তিনি এক-দুদিনের মধ্যেই শরীরের ওপরের ও নিচের অংশের ব্যায়ামগুলো শুরু করতে পারবেন।”

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

52m ago