চিকুনগুনিয়া রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিবে দক্ষিণ সিটি করপোরেশন

চিকুনগুনিয়া রোগীদের বাড়িতে চিকিৎসা সেবা এবং ওষুধ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সার্বক্ষণিক কল সেন্টার চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ (ডিএসসিসি)।
chikungunya

চিকুনগুনিয়া রোগীদের বাড়িতে চিকিৎসা সেবা এবং ওষুধ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সার্বক্ষণিক কল সেন্টার চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ (ডিএসসিসি)।

এ রোগে আক্রান্তদের বাড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। এজন্য রোগীদের ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করে জানালেই কল সেন্টার থেকে সংশ্লিষ্ট এলাকার কর্তব্যরত চিকিৎসক এ সংক্রান্ত সেবা দিতে রোগীর বাসায় পৌঁছে যাবেন।

ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আজ (২০ জুলাই) থেকেই আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পাধীন ২৮টি নগর স্বাস্থ্য কেন্দ্র, ৫টি নগর মাতৃসদন কেন্দ্র এবং করপোরেশনের নিজস্ব ২টি হাসপাতাল ও ১টি মাতৃসদন কেন্দ্র থেকে এ সেবা প্রদান করা হবে বলে ঘোষণা দিয়েছেন।

মেয়র সাঈদ খোকন দ্রুততম সময়ের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে বলে নগরবাসীদের আশ্বাস দেন। ডিএসসিসির নেওয়া উদ্যোগের মধ্যে রয়েছে রয়েছে জনসচেতনমূলক র‌্যালি, মসজিদে বয়ান, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মতবিনিময়ের আয়োজন, লিফলেট বিতরণ, মাইকিং, প্রতি ওয়ার্ডে সমাবেশের আয়োজন, পত্রিকায় বিজ্ঞাপন ও ইলেকট্রনিক চ্যানেলে টিভিসি সম্প্রচার, বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা প্রদান ইত্যাদি।

৩৬টি স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে একযোগে চিকুনগুনিয়ায় আক্রান্তদের ফোন কল পেলেই বাড়ি বাড়ি গিয়ে সেবা ও ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

এলাকা ভিত্তিক যোগাযোগ

নগর স্বাস্থ্য কেন্দ্রগুলো এলাকা ভিত্তিক ফোন নম্বর:

নগর স্বাস্থ্য কেন্দ্র, দক্ষিণ যাত্রাবাড়ি, সুরুজনগর: ০১৭২৪৪৬৬৮৭৩

নগর স্বাস্থ্য কেন্দ্র, ওয়াসা রোড, নিউ জুরাইন: ০১৯২৬৩০৮২০৭

নগর স্বাস্থ্য কেন্দ্র, বালুরমাঠ, শহীদনগর, গেণ্ডারিয়া: ০১৯১৯৪৪৭৪০১

নগর স্বাস্থ্য কেন্দ্র, করিমুল্লাহবাগ, পোস্তগোলা: ০১৭৭৯৭২৬০৭৬

নগর স্বাস্থ্য কেন্দ্র, কেসব ব্যানার্জী রোড, সূত্রাপুর: ০১৮৫২৬৪২৪৬২

নগর স্বাস্থ্য কেন্দ্র, নলগোলা রাজবাড়ি, ইমামগঞ্জ: ০১৯২৪৭৯৪৫৪০

নগর স্বাস্থ্য কেন্দ্র, মৌলভীবাজার কমিউনিটি সেন্টার, বেচারাম দেউরি: ০১৯১৭৫৩০৫৯১

নগর স্বাস্থ্য কেন্দ্র, মাজেদ সরদার রোড: ০১৯১১০৮৭৮০৫

নগর স্বাস্থ্য কেন্দ্র, আগা সাদেক রোড: ০১৭২৪৮১৬৩৬৭

নগর স্বাস্থ্য কেন্দ্র, হাজী মইনুদ্দীন রোড: ০১৭১৬৫১৫২৭৫

নগর স্বাস্থ্য কেন্দ্র, ফরাশগঞ্জ (লাল কুঠির বিপরীতে ট্রাক স্ট্যান্ড): ০১৮১৬০৫২১৮১

নগর স্বাস্থ্য কেন্দ্র, হাজারীবাগ বড় মসজিদের পাশে, কালুনগর: ০১৭২০৩২০৩১৭

নগর স্বাস্থ্য কেন্দ্র, আজিমপুর বটতলা কাঁচাবাজার: ০১৯৯৬৭৭৬৪৭১

নগর স্বাস্থ্য কেন্দ্র, শহীদনগর কমিউনিটি সেন্টার, লালবাগ: ০১৭৪৬৮৩৬৫১৭

নগর স্বাস্থ্য কেন্দ্র, বাবুবাজার বেড়ী বাঁধের পাশে, শহীদনগর, লালবাগ: ০১৭১৮৯৯০৭০৬

নগর স্বাস্থ্য কেন্দ্র, আলিয়া মাদ্রাসা, বকশিবাজার: ০১৮১৫৫৭৫৮৮৬

নগর স্বাস্থ্য কেন্দ্র, ইসলামবাগ, কাঁচাবাজার, লালবাগ: ০১৯১৫৬০৩৩২৯

নগর স্বাস্থ্য কেন্দ্র, আহমদবাগ: ০১৭৫৪১১৪৯৭৩

নগর স্বাস্থ্য কেন্দ্র, উত্তর মুগদা, ঝিলপাড়: ০১৭১২৬৭১১২৬

নগর স্বাস্থ্য কেন্দ্র, দক্ষিণ কমলাপুর: ০১৬৭০৬৯৫৩৪৩

নগর স্বাস্থ্য কেন্দ্র, ফকিরাপুল (গরম পানির গলি), আরামবাগ: ০১৭২০২৮৮৬২৩

নগর স্বাস্থ্য কেন্দ্র, বায়তুল মামুর মসজিদ মার্কেট, এজিবি কলোনি, মতিঝিল: ০১৯৭১৩০২৩৭৪

নগর স্বাস্থ্য কেন্দ্র, উত্তর শাহজাহানপুর: ০১৭৮৩৯১৯৫৬৩

নগর স্বাস্থ্য কেন্দ্র, তিলপা পাড়া, গোড়ান: ০১৮১৪২৫০৪৮৫

নগর স্বাস্থ্য কেন্দ্র, দক্ষিণ গোড়ান, খিলগাঁও: ০১৯২২২৪১৬৬৫

নগর স্বাস্থ্য কেন্দ্র, মেরাদিয়া মেইন রোড, মেরাদিয়া: ০১৯১২৬৩৬৮৩১

নগর স্বাস্থ্য কেন্দ্র, গুলবাগ, নতুন গুলবাগ মসজিদ, মালিবাগ: ০১৯২২২৪১৬৬৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ২টি হাসপাতাল ও ১টি মাতৃসদনের কর্মকর্তাদের নাম ও ফোন নম্বর: ডা. মো. আজমল হোসেন পরিচালক ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল ৫৭৩৯০২৬৭ ০১৭১৫০৩৫৭৮৮ ডা. মো. মোশাররফ হোসেন তত্ত্বাবধায়ক ঢাকা মহানগর শিশু হাসপাতাল ৫৭৩১৭০৫৬, ০১৭১১০৩৭০২৯ ডা. ইসমত আরা পরামর্শক (গাইনী) কাম- প্রশাসক (অ. দা.) নাজিরা বাজার মাতৃসদন ৯৫৫৮৪৪৪, ০১৭৪৩৯৬৬৬৬২ উত্তম কুমার রায়, পিআরও, ডিএসসিসি

Comments

The Daily Star  | English

Why planting as many trees as possible may not be the solution to the climate crisis

The heatwave currently searing Bangladesh has led to renewed focus on reforestation efforts. On social media, calls to take up tree-planting drives, and even take on the challenge of creating a world record for planting trees are being peddled

2h ago