চিকুনগুনিয়া নিয়ে বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন মেয়র আনিসুল

ঢাকায় চিকুনগুনিয়া ছড়িয়ে পড়া নিয়ে গতকালের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে নিজের কথার ব্যাখ্যা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। মেয়র বলেছেন, তিনি যা বলতে চেয়েছেন তা হয়ত ঠিকভাবে বলতে পারেননি।
ডিএনসিসি কার্যালয়ের সামনে মশক নিয়ন্ত্রণে সচেতনতামূলক র‍্যালির শুরুতে গতকালের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। ছবি: আমরান হোসেন

ঢাকায় চিকুনগুনিয়া ছড়িয়ে পড়া নিয়ে গতকালের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে নিজের কথার ব্যাখ্যা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। মেয়র বলেছেন, তিনি যা বলতে চেয়েছেন তা হয়ত ঠিকভাবে বলতে পারেননি।

গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে এক সংবাদ সম্মেলনে আনিসুল হক বলেন, বেশিরভাগ এডিস মশা ঘরের ভেতর পরিষ্কার পানিতে জন্মায়। আর বাড়িতে বাড়িতে গিয়ে মশা মারা তাদের পক্ষে সম্ভব না।

আজ শনিবার গুলশান-২ নম্বরে ডিএনসিসি কার্যালয়ের সামনে মশক নিয়ন্ত্রণে সচেতনতামূলক র‍্যালির শুরুতে গতকালের বক্তব্যে প্রসঙ্গে মেয়র বলেন, “যেভাবে বলেছি, তা ঠিকভাবে বলতে পারিনি—হতে পারে।”

“আমরা বলতে চেয়েছি যে বাড়ির ভেতরে ঢোকার অধিকার আমাদের সেভাবে নেই।” এই বক্তব্যে কেউ দুঃখ পেয়ে থাকলে তার জন্য ক্ষমাও চেয়ে নেন মেয়র।

আজ শনিবার গুলশানে মশা নিধন অভিযানে নামে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মীরা। ছবি: আমরান হোসেন
আনিসুল বলেন, “গতকাল একজন সাংবাদিক বন্ধু একটি প্রশ্ন করেছিলেন, আমরা মশারি নিয়ে সচেতনতা তৈরি করছি কি না? আমি আমাদের সচেতনতামূলক পোস্টারে মশারির ছবি দেখিয়ে ওই কথা বলেছিলাম।”

চিকুনগুনিয়া ছড়িয়ে পড়ার জন্য মেয়র গতকাল বাড়ির ভেতর মশার বংশবৃদ্ধিকে দায়ী করে বক্তব্য দেন। এই রোগ ছড়িয়ে পড়ার জন্য সিটি করপোরেশন দায়ী নয় বলেও তিনি মন্তব্য করেন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Trade at centre stage between Dhaka, Doha

Looking to diversify trade and investments in a changed geopolitical atmosphere, Qatar and Bangladesh yesterday signed 10 deals, including agreements on cooperation on ports, and manpower employment and welfare.

14m ago