গাইবান্ধায় ‘নিখোঁজ’ ৪ নেতার জন্য বিক্ষোভ, রেল চলাচলে বিঘ্ন

গাইবান্ধায় আওয়ামী লীগ ও বিএনপির ৪ জন ‘নিখোঁজ’ নেতার সন্ধানের দাবিতে বিক্ষোভের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা রেল লাইনের ওপর চলে আসায় আধা ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকে।

গাইবান্ধায় আওয়ামী লীগ ও বিএনপির ৪ জন ‘নিখোঁজ’ নেতার সন্ধানের দাবিতে বিক্ষোভের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা রেল লাইনের ওপর চলে আসায় আধা ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকে।

পুলিশকে উদ্ধৃত করে আমাদের গাইবান্ধা প্রতিনিধি জানান, নিখোঁজ নেতাদের খুঁজে বের করতে তাদের আত্মীয়সহ কয়েকশ নেতাকর্মী সকাল ১১টার দিকে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা স্টেশনে বিক্ষোভ দেখান।

বিক্ষোভকারীরা বলছেন উপজেলা যুবলীগের ভাইস প্রেসিডেন্ট মনোয়ারুল হাসান জিম, দামুদরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুল ইসলাম সাদিক, নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রকাশনা সম্পাদক মাইদুল ইসলাম প্রিন্স ও নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহকারী সম্পাদক শফিউল ইসলাম শাপলা নিখোঁজ রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, গত ৯ ও ১০ জানুয়ারি নলডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকা থেকে এই চারজনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, নিখোঁজদের সন্ধানে তদন্ত করছে জেলা পুলিশ। এ নিয়ে ১১ জানুয়ারি থানায় একটি মামলা হয়েছে।

ওসি আরও জানান, বিক্ষোভের কারণে লালমনি এক্সপ্রেস আধ ঘণ্টার জন্য স্টেশনে আটকা পড়েছিল।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Chattogram shoe factory fire under control

A fire that broke out at a shoe accessories manufacturing factory on Bayezid Bostami Road in Chattogram city this afternoon was brought under control after two hours.

2h ago